Thursday, July 26, 2012

কিশোরীকে ফুসলিয়ে গণধর্ষণ


পাইকগাছায় আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসা এক কিশোরী (১৮) গনধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি গটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার কাশিমনগর এলাকায়। ঐরাতে স্থানীয় রেজওয়ান গাজী (৩৫) ও ইসমাইল সরদার (২২) নামের দু’যবক ঐকিশোরীকে কপিলমুনি থেকে ফুসলিয়ে কাশিমনগর নির্মাণাধীন একটি মার্কেটের পেছনে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ঘটনার শিকার কিশোরী ঐ রাতে পাশের বাড়ীতে আশ্রয় নিয়ে পরের দিন ফিরে গেছে বাড়ী যশোরের অভয়নগর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ধর্ষণ ঘটনা প্রকাশ কয়েক যুবকের প্রতি ক্ষেপেছে ধর্ষক রেজওয়ান গং। দেখে নিতে রীতিমত হুমকি দিচ্ছে তারা।
ধর্ষিতার স্বীকারোক্তি ও এলাকাবাসীর অভিযোগে প্রকাশ, মঙ্গলবার রাতে যশোরের অভয়নগর থানার জনৈকা কিশোরী (১৮) উপজেলার কাজিমুছা এলাকায় তার আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসে। পথিমধ্যে কপিলমুনিতে পৌছালে রাত গভীর হওয়ায় কোন যানবহন না থাকায় খুঁজতে থাকে নিরাপদ আশ্রয়। এসময় পাশ্ববর্তী কাশিমনগর গ্রামের জনৈক যুবক আনিচ ও আলম তাকে আশ্রয় দেয়ায় জন্য নিজ বাড়ীতে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সিংহ বাড়ীর সন্নিকটে একটি টালি কারখানার নিকট পৌছালে একই এলাকার সোহরাব সরদারের পুত্র ইসমাইল তাদের কাছ থেকে কিশোরীকে ফুসলিয়ে তার বাড়ীতে আশ্রয় দেয়ার কথা বলে নিয়ে পাশ্ববর্তী একটি পাট ক্ষেতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। শুধু এখানেই শেষ নয়। এরপর ইসমাইল কিশোরীকে হত্যার হুমকি দিয়ে চুপ থাকতে বলে মোবাইলে স্থানীয় নির্মাণাধীন একটি মার্কেট মালিক ও রেজাকপুর গ্রামের দীন মোহাম্মদ গাজীর পুত্র রেজাওয়ানকে ডেকে নেয়। রেজওয়ান গিয়ে তাকে আরও কয়েক দফায় ধর্ষণ করে। এরপর তারা কিশোরীকে পাশের বটতলা বাজার নামক স্থানে নিয়ে স্থানীয় জিয়াদুল সরদার ও হান্নানের নিকট দিয়ে চলে যায়। রাতে ঐ কিশোরী নিরাপদে জিয়াদুলের বাড়ীতে থাকে। খবর পেয়ে এ প্রতিনিধি জিয়াদুলের বাড়ীতে উপস্থিত হয়ে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে আগের রাতে ঘটে যাওয়া লোমহর্ষক ঐ ঘটনার কথা খুলে বলে। তবে এব্যাপারে এক অজ্ঞাত কারনে সে মামলা করতে রাজী হয়নি। এদিকে এলাকাবাসী জানায়, তারা প্রায়ই ঐ কিশোরীকে কপিলমুনি এলাকায় ঘুরঘুর করতে দেখেছে। জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, তার বাড়ী যশোরের অভয়নগর এলাকায়। ঘটনার দিন তার কর্মস্থাল ঢাকা থেকে কপিলমুনির কাজিমুছা এলাকায় তার এক আত্মীয়ের বাড়ীতে আসছিল। পথিমধ্যে ঐ ধর্ষণের ঘটনা ঘটে। সর্বশেষ এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ধর্ষণের ঘটনা প্রকাশ করায় স্থানীয় ক’ যুবকের প্রতি ক্ষেপেছে রেজওয়ান গং। মিথ্যা মামলায় হয়রানীসহ জীবনাশের হুমকীও দিচ্ছে তারা। তবে সর্বশেষ এব্যাপারে কোথাও কোন মামলা হয়নি।

Tuesday, July 24, 2012

বিশ্বব্যাংকের শর্ত পূরণের জন্য, আবুলের পদত্যাগেঃ অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের শর্ত পূরণের কারণেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ।
তিনি বলেন, সংকেত ছিলো বলেই বিশ্বব্যাংকের শর্ত পূরণ করেছি। এখন পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ঋণ চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। সাবেক যোগাযোগমন্ত্রী ও সেতু বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূইয়া এ দুর্নীতির সঙ্গে জড়িত ও তাদের অপসারণ করে তদন্ত কার্যক্রম চালানোর দাবি ছিলো বিশ্বব্যাংকের পক্ষ থেকে। সৈয়দ আবুল হোসেন সোমাবার পদত্যাগ করেন।

Monday, July 23, 2012

ভোলায় তিন পা বিশিষ্ট বিরল নবজাতকের জন্ম


ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিন পা বিশিষ্ট এক নবজাতক শিশু ভূমিষ্ট হয়েছে। উপজেলার সাচরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চকিদার বাড়ির বাসিন্দা নুর মোহাম্মদের স্ত্রী রাজিয়া বেগমের গর্ভে এ কন্যা সন্তানটি ভুমিষ্ট হয়। বিরল এই শিশুটিকে এক নজর দেখতে বহু দুর-দুরান্ত থেকে ছুটে আসতে থাকে শত শত মানুষ।
শিশুটির বাবা নুর মোহাম্মদ জানান, ১৭ জুলাই মঙ্গলবার সকাল ৬টায় স্বাভাবিক ভাবেই নিজ বাড়িতে শিশুটি জন্ম হয়। শিশুটি ভুমিষ্ট হওয়ার পর থেকেই দেখা যায় তার হাত-পা সবই ঠিক আছে। কিন্তু মুখ মন্ডলের নিচে অতিরিক্ত একটি পা রয়েছে। তবে শিশুটি পুরোপুরি সুস্থ্য আছে। তিনি আরো জানান, শিশুটিকে নিয়ে খুবই চিন্তায় রয়েছেন। টাকার অভাবে শিশুটির জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। এদিকে এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে এক নজর দেখতে বহু দুর-দুরান্ত থেকে ছুটে আসে শত শত মানুষ। এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা সাস্থ্য কমপ্লেক্স’র গাইনি চিকিৎসক ডাঃ রজত কুমার বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গর্ভবতি মায়ের ডেভলোমেন্টাল এনোমেলির কারনেই অনেক সময় এ ধরনের শিশুর জন্ম হয়। তবে সঠিক অস্ত্র পাচারের মাধ্যমে অস্বাভাবিক অঙ্গ নিঃসরন করতে পারলে এসমস্ত শিশু স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে।

Sunday, July 22, 2012

কলকাতার কাগজে উপেক্ষিত হুমায়ূন


বাংলা সাহিত্যের অত্যুজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদের মৃত্যুর খবর কলকাতার বাংলা দৈনিকগুলোতে উপেক্ষিত থেকেছে। সংবাদটি কলকাতার দৈনিকগুলো ছোট্ট করে ছেপে দায় সেরেছে যেন। বিষয়টিকে পশ্চিমবাংলার ‘দাদা বাবু’দের হীনমন্যতা হিসেবেই দেখছেন বাংলাদেশের কবি-সাহিত্যিকরা। গত ২০ জুলাই কলকাতার জনপ্রিয় ও প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকায় ‘এক নজরে’ শীর্ষক কলামের শিরোনাম ছিল ‘প্রয়াত কথাকার হুমায়ূন আহমেদ’। ঢাকার নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে ছাপানো এ রিপোর্টটি মাত্র ৯ লাইনের। ওই একদিনই খবর ছেপেছে তারা। ওই রিপোর্টে তারা লিখেছে- ক্যানসার কেড়ে নিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদকে (৬৪)। বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যু হয় রসায়নের প্রাক্তণ শিক্ষক এবং পরবর্তীকালে শীর্ষস্থানীয় কথাকার হুমায়ূনের। শেষ সময়ে পাশে ছিলেন স্ত্রী মেহের আফরোজ। ‘নন্দিত নরকে’ দিয়ে যাত্রা শুরু। হুমায়ূনের উপন্যাসের সংখ্যা দু’শ’রও বেশি। নাট্যকার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। পরিচালনা করেন কয়েকটি ছবিরও। তবে তিনি স্মরণীয় হয়ে হয়ে থাকবেন ‘বেস্টসেলার উপন্যাসের নিপুণ শিল্পী হিসেবেই। এক্ষেত্রে বাংলাদেশে জুড়ি নেই তার।
কিন্তু ওই পর্যন্তই। এরপরের সংখ্যাতে নন্দিত এ সাহিত্যিককে নিয়ে কলকাতার সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় এ দৈনিকে কোন রিপোর্ট নেই। আনন্দবাজারের চেয়ে কলকাতার দৈনিক আজকাল একটু বড় করে রিপোর্ট ছাপে ২০ জুলাই। তবে প্রকাশিত রিপোর্টে ভুল তথ্য দিয়েছে তারা। রিপোর্টটিতে দু’বাংলায় জনপ্রিয় এ কথা সাহিত্যিকের স্ত্রী-কন্যা ও পুত্রের সংখ্যায় ভুল হয়েছে। বয়স লিখেছে ৬৩ বছর। যদিও কলকাতার আর এক দৈনিক সকাল বেলা ২১ জুলাইয়ের গুয়াহাটি সংস্করণে হুমায়ূন আহমেদকে নিয়ে পূর্ণ পৃষ্ঠার বিশেষ আয়োজন গুরুত্ব দিয়ে প্রকাশ করে। তবে বহুল প্রচারিত দৈনিক প্রয়াগে ২১ ও ২২ জুলাইয়ের সংখ্যায় হুমায়ূন আহমেদকে নিয়ে কোন রিপোর্টই নেই। কলকাতার প্রথম সারির বাংলা কাগজগুলোর এমন ভূমিকায় ক্ষেপেছেন ময়মনসিংহের বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা। ক্ষোভ প্রকাশ করে কবি শামসুল ফয়েজ বাংলানিউজকে বলেন, “এভাবে বাংলা সাহিত্যের কিংবদন্তিসম লেখককে অবজ্ঞা করে দাদা বাবুরা নিজেদেরই ছোট করেছেন। প্রমাণ দিয়েছেন তারা ছোট হৃদয়ের অধিকারী।” ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আনোয়ারা সুলতানা আনু বলেন, “সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদারের চেয়েও হুমায়ুন আহমেদ অনেক জনপ্রিয় লেখক। কলকাতার বইমেলাতে হুমায়ুন আহমেদের বইয়ের জন্য ঢল নামতো পাঠকদের। এ কিংবদন্তির অকালপ্রয়াণের ঘটনা গুরুত্বের সঙ্গে না ছেপে দাদারা নিজেদেরই খাটো করেছেন।” কলকাতার সংবাদমাধ্যম সব সময়ই বাংলাদেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতির খবর প্রকাশে হীনমন্যতার পরিচয় দেয় অভিযোগ করে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক মাটি ও মানুষের সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক আশিক চৌধুরী বলেন, “আমাদের পত্রিকায় আমরা পাশের দেশের দাদাদের খবর গুরুত্বের সঙ্গে ছাপলেও আমাদের বেলায় তারা বরাবরই কৃপণ।” তিনি আরও বলেন, “এপার বাংলা, ওপার বাংলায় সমান জনপ্রিয় ছিলেন হুমায়ূন আহমেদ। কিন্তু বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতের এ নক্ষত্রের বিদায়ের খবরটি দিতেও ভারতীয়রা কৃপণতা করেছে। তাদের এ হীনমন্যতা থেকে বেরিয়ে আসা উচিত। নক্ষত্র পুরুষদের সম্মান জানানোর অভ্যাস করা উচিত।”

Friday, July 20, 2012

নিউইয়র্ক এ হুমায়ূনের প্রথম জানাজা অনুষ্ঠিত


নন্দিত লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন জানান, শুক্রবার জুমার নামাজের পর নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজায় হাজার হাজার প্রবাসী বাঙালি অংশ নেয়। জানাজায় হুমায়ূনের ছোটভাই মুহাম্মদ জাফর ইকবালও ছিলেন। তিনি জানান, সব ঠিক থাকলে হুমায়ূনের মরদেহ রোববার দেশে পৌঁছাতে পারে।

মাহমুদুল্লাহ ও নাসিরের নৈপুণ্যে বাংলাদেশের দ্বিতীয় জয়


দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ১ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ।
সিরিজ জয়ের পাশাপাশি আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে স্থান পেল বাংলাদেশ। আয়ারল্যান্ডের ঠিক ওপরে নয় নম্বরে রয়েছে অতিথি দলটি। বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নাসির হোসেনের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ৬ উইকেটে ১৪৫ রানেই থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

সেপ্টেম্বরই দেশে থ্রিজি


এ বছরের ৫ সেপ্টেম্বরের মধ্যেই থ্রিজি সেবার উদ্বোধন করা হবে। এমন কথাই জানালেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজউদ্দিন আহমেদ রাজু। আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফোরজি সেবার উদ্বোধন করা হবে। ইন্টারনেটের মাধ্যমে দেশকে তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে নিতে সরকার এসব উদ্যোগ নিচ্ছে। টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যতদ্রুত সম্ভব ডিজিটাল বাংলাদেশ গড়তে অচিরেই বাংলাদেশে থ্রিজি এবং ফোরজি সেবা চালুর প্রক্রিয়া চলছে। বাংলাদেশের মানুষের জন্য অনলাইন সেবা জীবনকে আরও সহজ করবে। সারাবিশ্ব আজ অনলাইনেই সব কাজ করছে। আমাদেরকেও তা পারতে হবে। যারা এ অনলাইন জগতে পিছিয়ে থাকবেন তাদের উন্নয়ন বাধাগ্রস্থ হবে।
১৭ জুলাই মঙ্গলবার ঢাকার বারিধারায় জামালপুর টাওয়ারে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে ইলেক্টোফেস্ট ২০১২ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ সাবমেরিন কেবলে সংযুক্ত হতে দেরি হওয়ায় আমরা অনলাইনে পিছিয়ে পড়েছি। আর পিছিয়ে থাকার সুযোগ নেই। বাংলাদেশের যেসব মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান দ্বিতীয় প্রজন্মের (টুজি) বা ২ দশমিক ৫জি প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক পরিচালনা করে, তাদের নেটওয়ার্কে সামান্য উন্নয়ন করেই থ্রিজি সেবা প্রদান করা সম্ভব। এরই মধ্যে থ্রিজির খসড়া নীতিমালা চূড়ান্ত হয়েছে। নীতিমালায় কিভাবে থ্রিজি সার্ভিস চালু করা হবে তার বিস্তারিত উল্লেক আছে। এ মুহূর্তে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল দ্বিতীয় প্রজন্মের (টুজি) সেবা দিচ্ছে। বিশ্বের বহু দেশে টুজির সঙ্গে থ্রিজি মোবাইল চালু হয়েছে। কিছু দেশে তো ফোরজি মোবাইল সেবা দেওয়া
হচ্ছে। বাংলাদেশে থ্রিজি এবং ফোরজি সেবা চালু হলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকায় গ্রাম পর্যায়েও মানুষ ইন্টারনেট সুবিধা পাবেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএসয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও ইউআইটিএস’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারমান সূফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন ইউআইটিএস’র উপ উপাচার্য অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, বাংলালায়ন কমউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নেইল গ্রাহাম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।