Wednesday, July 18, 2012

মৌসুমীর সৌভাগ্য অনিশ্চিত


একটা সময় ঈদ মানেই ছিল মৌসুমী অভিনীত ছবির দাপট। সেদিন গত হয়েছে অনেক আগেই। মৌসুমীকে এখন পর্দায় দেখা যায় কালে-ভদ্রে। ক্যারিয়ারে মন্দা হাওয়া, বয়স উপযোগী চরিত্র না পাওয়া, দর্শক প্রত্যাশার ভার, নানা কারণেই মৌসুমীর হাতে ছবি কম। অনেকদিন ধরে পর্দায় তিনি নেই। আশা করা হয়েছিল আসছে ঈদে মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ ছবিটি রিলিজ হবে। তবে শেষ পর্যন্ত ছবিটি রিলিজ নাও হতে পারে বলে আভাস দিয়েছে ছবির প্রয়োজনা প্রতিষ্ঠান। এফআই মানিক পরিচালিত ছবিটির কাজ খুব দ্রুতগতিতে হলেও এখনও পুরো কাজ শেষ হয়নি। আর তাই ঈদে অনিশ্চিত হয়ে পড়েছে মৌসুমীর ‘সৌভাগ্য’র রিলিজ। এই ছবিতে প্রথমবারের মতো ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। ক্যারিয়ারের ক্ষেত্রে এ ধরনের আপস মৌসুমী করলেন এই প্রথম। মৌসুমীর সঙ্গে ডিপজলকে জুটি করার চেষ্টা নির্মাতাদের অনেকদিনের। ডিপজল শিবিরের নির্মাতারা চাইছিলেন মৌসুমীর সঙ্গে তাদের নায়কের জুটি তৈরি করতে। মৌসুমীর দ্বিধা-দ্বন্দ্বই দেরি করছিল নতুন জুটি তৈরিতে। ‘সৌভাগ্য’ ছবি নিয়েও কম নাটক হয়নি। একাধিকবার মৌসুমী পিছু হটেছেন। পিছিয়েছে ছবির শুটিং। শেষ পর্যন্ত সব দ্বিধা ঝেড়ে ফেলে সাভারের ডিপু ভিলায় এক ফ্রেমে দাঁড়িয়ে যান এই দশকের সবচেয়ে চমকপূর্ণ জুটি ডিপজল-মৌসুমী। কক্সবাজারে একটানা ছবিটির শুটিং হয়। ছবিতে একজন দরিদ্র গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে ডিপজল জেলের ভূমিকায় অভিনয় করেছেন। ছবির আরেক জুটি হিসেবে রয়েছেন মারুফ-তমা। ডিপজলের বাধা নায়িকা রেসি বিয়ের পিঁড়িতে বসার পর ডিপজলের জন্য মৌসুমীর সঙ্গে জুটি টিকিয়ে রাখাটা অনিবার্য হয়ে পড়েছে। দেখার বিষয়, দর্শক এই জুটিকে কতটা গ্রহণ করে। আর মৌসুমী ডিপজলের সঙ্গে ছবি করা অব্যাহত রাখেন কি-না।

No comments:

Post a Comment