Friday, July 20, 2012

ঈদে মুখোমুখি দুই ভাই


আসন্ন ঈদে বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন দুই ভাই। তারা হলেন চিত্রনায়ক ফেরদৌস ও তার ছোট ভাই তৌফিক। ঈদে মুক্তি পাচ্ছে ফেরদৌস অভিনীত 'হঠাৎ সেদিন' এবং তৌফিক অভিনীত 'কাঁকন দাসী'। একইসঙ্গে দুই ভাই অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির কোনো নজির নেই। তাও আবার ঈদে। 'হঠাৎ সেদিন' পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জি। কাহিনী এবং চিত্রনাট্যও তারই লেখা। এতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন নিপুণ ও কলকাতার অভিনেত্রী রিদিমা সেন। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে 'হঠাৎ সেদিন'। অন্যদিকে তৌফিক অভিনীত চলচ্চিত্রটি হচ্ছে 'কাঁকন দাসী'। ফোক-ফ্যান্টাসি গল্পের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জীবন রহমান। এতে তৌফিকের বিপরীতে আছেন চিত্রনায়িকা জনা। ফেরদৌস বলেন, 'ভালো লাগছে। দেখা যাক দর্শক আমাদের কিভাবে গ্রহণ করে'। তৌফিক বলেন, 'খুবই আনন্দ লাগছে। কারণ বড় ভাইয়ের পাশাপাশি আমার চলচ্চিত্রও মুক্তি পাচ্ছে।'

No comments:

Post a Comment