Wednesday, July 18, 2012

শাবনূরের লুকোচুরি গল্প


গত দু'বছরে ঢালিউডের এক সময়ের শীর্ষ নায়িকা শাবনূরের অস্ট্রেলিয়ায় যাওয়া-আসা নিয়ে লুকোচুরির গল্প কম হয়নি। প্রথমে শোনা গিয়েছিল, সেখানে তিনি বিয়ে করেছেন। আবার তিনি সেদেশের নাগরিকত্ব পেয়েছেন বলেও শোনা যাচ্ছে। বর্তমানেও তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এবারো ক'টি ছবির শুটিং শেষ না করেই হুট করে অস্ট্রেলিয়া গেলেন তিনি।
চলতি বছর জানুয়ারিতে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ক'টি ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এদিকে মে মাসের শুরুতে একই দিনে শাবনূর অভিনীত দুই ছবি শহীদুল ইসলাম খোকনের 'ভালোবাসার সেন্টমার্টিনে' এবং প্রয়াত পরিচালক এম এম সরকারের 'আত্মগোপন' মুক্তি পেয়েছিল। মুক্তির আগে থেকেই কথা উঠেছিল শাবনূরকে পর্দায় টিকে থাকতে হলে এবার অগি্নপথ পাড়ি দিতে হবে। আর সে পথ যে তিনি পাড়ি দিতে পারবেন না, তাতে এক প্রকার নিশ্চিতই ছিলেন সমালোচকরা। প্রায় এক বছর পর শাবনূর অভিনীত দুটি ছবিই হলে মুখ থুবড়ে পড়েছিল। এরপর মে মাসের শেষের দিকে আবার অস্ট্র্রেলিয়ায় পাড়ি জমান শাবনূর। এরই মধ্যে তিনি পেয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। চলতি বছরের শেষের দিকে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। দেশে ফিরে ফেরদৌসের বিপরীতে 'মন যেখানে হৃদয় সেখানে' ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। চলতি মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া যান ঢালিউডের জনপ্রিয় জুটি ফেরদৌস-মৌসুমী। সিডনি ও ক্যানবেরায় ৪টি অনুষ্ঠানে অংশ নেন তারা। সেখানে অস্ট্রেলিয়া প্রবাসী নায়িকা শাবনূরের সঙ্গে তাদের দেখা হয়। একসঙ্গে তারা দীর্ঘসময়ও অতিবাহিত করেন। সে সময়ই শাবনূর তাদের জানান দেশে ফেরার বিষয়টি। বহুদিন পর সহকর্মীরা একসঙ্গে অনেক মজাও করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফিরে ফেরদৌস বলেন, সিডনির ডার্লিং হারবারে ৬ জুলাই শাবনূরের সঙ্গে আমার আর মৌসুমীর দেখা হয়। সারাদিন আমরা অনেক জায়গা ঘুরে বেড়িয়েছি। শাবনূর নিজে আমাকে আর মৌসুমীকে গাইড করেছে। দুপুরের খাবার, কেনাকাটা সব একসঙ্গে করি আমরা। অনেকদিন পর খুব মজা করেছি। তিনি আরো বলেন, আমার আর শাবনূরের 'মন যেখানে হৃদয় সেখানে' ছবির কিছু অংশের শুটিংয়ের কাজ শেষ করেছিলাম। এর বাকি অংশ শেষ করতে এ বছরের শেষদিকে দেশে ফিরবেন শাবনূর।'

No comments:

Post a Comment