Wednesday, July 18, 2012

ঈদুল আজহায় 'পরবাসিনী'


স্বপন আহমেদের নির্মাণাধীন চলচ্চিত্র 'পরবাসিনী' আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এশিয়ান টিভি। গতকাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। মুক্তির আগেই 'পরবাসিনী'র সিক্যুয়েল 'পরবাসিনী ২'
নির্মাণের ঘোষণাও দেওয়া হয় এই সংবাদ সম্মেলনে। গতকালের এ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, কলাকুশলী ও এশিয়ান টিভির কর্মকর্তারা। অনুষ্ঠানে ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে তৈরি একটি প্রমো দেখানো হয়। এশিয়ান টিভি এখন থেকে বছরে তিনটি চলচ্চিত্র নির্মাণ করবে বলেও জানায়। সায়েন্স ফিকশনের এ ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে। ছবিতে অভিনয় করেছেন নীরব, মেহজাবীনসহ একঝাঁক নতুন মুখ। 'পরবাসিনী' মুক্তির আগেই 'পরবাসিনী ২' নির্মাণের ঘোষণা প্রদান সম্পর্কে পরিচালক বলেন, 'ছবিটির এখন পর্যন্ত যা শুটিং করেছি তাতে প্রযোজনা প্রতিষ্ঠান খুবই সন্তুষ্ট। আর সে কারণেই আমরা সিক্যুয়েল করার প্ল্যান করেছি। আমার বিশ্বাস, দর্শকরা পর্দায় নতুন কিছু দেখতে পাবেন।'

No comments:

Post a Comment