অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের শর্ত পূরণের কারণেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ।
তিনি বলেন, সংকেত ছিলো বলেই বিশ্বব্যাংকের শর্ত পূরণ করেছি। এখন পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।
উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ঋণ চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। সাবেক যোগাযোগমন্ত্রী ও সেতু বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূইয়া এ দুর্নীতির সঙ্গে জড়িত ও তাদের অপসারণ করে তদন্ত কার্যক্রম চালানোর দাবি ছিলো বিশ্বব্যাংকের পক্ষ থেকে। সৈয়দ আবুল হোসেন সোমাবার পদত্যাগ করেন।
No comments:
Post a Comment