Thursday, July 26, 2012

কিশোরীকে ফুসলিয়ে গণধর্ষণ


পাইকগাছায় আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসা এক কিশোরী (১৮) গনধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি গটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার কাশিমনগর এলাকায়। ঐরাতে স্থানীয় রেজওয়ান গাজী (৩৫) ও ইসমাইল সরদার (২২) নামের দু’যবক ঐকিশোরীকে কপিলমুনি থেকে ফুসলিয়ে কাশিমনগর নির্মাণাধীন একটি মার্কেটের পেছনে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ঘটনার শিকার কিশোরী ঐ রাতে পাশের বাড়ীতে আশ্রয় নিয়ে পরের দিন ফিরে গেছে বাড়ী যশোরের অভয়নগর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ধর্ষণ ঘটনা প্রকাশ কয়েক যুবকের প্রতি ক্ষেপেছে ধর্ষক রেজওয়ান গং। দেখে নিতে রীতিমত হুমকি দিচ্ছে তারা।
ধর্ষিতার স্বীকারোক্তি ও এলাকাবাসীর অভিযোগে প্রকাশ, মঙ্গলবার রাতে যশোরের অভয়নগর থানার জনৈকা কিশোরী (১৮) উপজেলার কাজিমুছা এলাকায় তার আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসে। পথিমধ্যে কপিলমুনিতে পৌছালে রাত গভীর হওয়ায় কোন যানবহন না থাকায় খুঁজতে থাকে নিরাপদ আশ্রয়। এসময় পাশ্ববর্তী কাশিমনগর গ্রামের জনৈক যুবক আনিচ ও আলম তাকে আশ্রয় দেয়ায় জন্য নিজ বাড়ীতে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সিংহ বাড়ীর সন্নিকটে একটি টালি কারখানার নিকট পৌছালে একই এলাকার সোহরাব সরদারের পুত্র ইসমাইল তাদের কাছ থেকে কিশোরীকে ফুসলিয়ে তার বাড়ীতে আশ্রয় দেয়ার কথা বলে নিয়ে পাশ্ববর্তী একটি পাট ক্ষেতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। শুধু এখানেই শেষ নয়। এরপর ইসমাইল কিশোরীকে হত্যার হুমকি দিয়ে চুপ থাকতে বলে মোবাইলে স্থানীয় নির্মাণাধীন একটি মার্কেট মালিক ও রেজাকপুর গ্রামের দীন মোহাম্মদ গাজীর পুত্র রেজাওয়ানকে ডেকে নেয়। রেজওয়ান গিয়ে তাকে আরও কয়েক দফায় ধর্ষণ করে। এরপর তারা কিশোরীকে পাশের বটতলা বাজার নামক স্থানে নিয়ে স্থানীয় জিয়াদুল সরদার ও হান্নানের নিকট দিয়ে চলে যায়। রাতে ঐ কিশোরী নিরাপদে জিয়াদুলের বাড়ীতে থাকে। খবর পেয়ে এ প্রতিনিধি জিয়াদুলের বাড়ীতে উপস্থিত হয়ে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে আগের রাতে ঘটে যাওয়া লোমহর্ষক ঐ ঘটনার কথা খুলে বলে। তবে এব্যাপারে এক অজ্ঞাত কারনে সে মামলা করতে রাজী হয়নি। এদিকে এলাকাবাসী জানায়, তারা প্রায়ই ঐ কিশোরীকে কপিলমুনি এলাকায় ঘুরঘুর করতে দেখেছে। জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, তার বাড়ী যশোরের অভয়নগর এলাকায়। ঘটনার দিন তার কর্মস্থাল ঢাকা থেকে কপিলমুনির কাজিমুছা এলাকায় তার এক আত্মীয়ের বাড়ীতে আসছিল। পথিমধ্যে ঐ ধর্ষণের ঘটনা ঘটে। সর্বশেষ এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ধর্ষণের ঘটনা প্রকাশ করায় স্থানীয় ক’ যুবকের প্রতি ক্ষেপেছে রেজওয়ান গং। মিথ্যা মামলায় হয়রানীসহ জীবনাশের হুমকীও দিচ্ছে তারা। তবে সর্বশেষ এব্যাপারে কোথাও কোন মামলা হয়নি।

No comments:

Post a Comment