Thursday, July 26, 2012

কিশোরীকে ফুসলিয়ে গণধর্ষণ


পাইকগাছায় আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসা এক কিশোরী (১৮) গনধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি গটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার কাশিমনগর এলাকায়। ঐরাতে স্থানীয় রেজওয়ান গাজী (৩৫) ও ইসমাইল সরদার (২২) নামের দু’যবক ঐকিশোরীকে কপিলমুনি থেকে ফুসলিয়ে কাশিমনগর নির্মাণাধীন একটি মার্কেটের পেছনে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ঘটনার শিকার কিশোরী ঐ রাতে পাশের বাড়ীতে আশ্রয় নিয়ে পরের দিন ফিরে গেছে বাড়ী যশোরের অভয়নগর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ধর্ষণ ঘটনা প্রকাশ কয়েক যুবকের প্রতি ক্ষেপেছে ধর্ষক রেজওয়ান গং। দেখে নিতে রীতিমত হুমকি দিচ্ছে তারা।
ধর্ষিতার স্বীকারোক্তি ও এলাকাবাসীর অভিযোগে প্রকাশ, মঙ্গলবার রাতে যশোরের অভয়নগর থানার জনৈকা কিশোরী (১৮) উপজেলার কাজিমুছা এলাকায় তার আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসে। পথিমধ্যে কপিলমুনিতে পৌছালে রাত গভীর হওয়ায় কোন যানবহন না থাকায় খুঁজতে থাকে নিরাপদ আশ্রয়। এসময় পাশ্ববর্তী কাশিমনগর গ্রামের জনৈক যুবক আনিচ ও আলম তাকে আশ্রয় দেয়ায় জন্য নিজ বাড়ীতে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সিংহ বাড়ীর সন্নিকটে একটি টালি কারখানার নিকট পৌছালে একই এলাকার সোহরাব সরদারের পুত্র ইসমাইল তাদের কাছ থেকে কিশোরীকে ফুসলিয়ে তার বাড়ীতে আশ্রয় দেয়ার কথা বলে নিয়ে পাশ্ববর্তী একটি পাট ক্ষেতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। শুধু এখানেই শেষ নয়। এরপর ইসমাইল কিশোরীকে হত্যার হুমকি দিয়ে চুপ থাকতে বলে মোবাইলে স্থানীয় নির্মাণাধীন একটি মার্কেট মালিক ও রেজাকপুর গ্রামের দীন মোহাম্মদ গাজীর পুত্র রেজাওয়ানকে ডেকে নেয়। রেজওয়ান গিয়ে তাকে আরও কয়েক দফায় ধর্ষণ করে। এরপর তারা কিশোরীকে পাশের বটতলা বাজার নামক স্থানে নিয়ে স্থানীয় জিয়াদুল সরদার ও হান্নানের নিকট দিয়ে চলে যায়। রাতে ঐ কিশোরী নিরাপদে জিয়াদুলের বাড়ীতে থাকে। খবর পেয়ে এ প্রতিনিধি জিয়াদুলের বাড়ীতে উপস্থিত হয়ে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে আগের রাতে ঘটে যাওয়া লোমহর্ষক ঐ ঘটনার কথা খুলে বলে। তবে এব্যাপারে এক অজ্ঞাত কারনে সে মামলা করতে রাজী হয়নি। এদিকে এলাকাবাসী জানায়, তারা প্রায়ই ঐ কিশোরীকে কপিলমুনি এলাকায় ঘুরঘুর করতে দেখেছে। জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, তার বাড়ী যশোরের অভয়নগর এলাকায়। ঘটনার দিন তার কর্মস্থাল ঢাকা থেকে কপিলমুনির কাজিমুছা এলাকায় তার এক আত্মীয়ের বাড়ীতে আসছিল। পথিমধ্যে ঐ ধর্ষণের ঘটনা ঘটে। সর্বশেষ এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ধর্ষণের ঘটনা প্রকাশ করায় স্থানীয় ক’ যুবকের প্রতি ক্ষেপেছে রেজওয়ান গং। মিথ্যা মামলায় হয়রানীসহ জীবনাশের হুমকীও দিচ্ছে তারা। তবে সর্বশেষ এব্যাপারে কোথাও কোন মামলা হয়নি।

Tuesday, July 24, 2012

বিশ্বব্যাংকের শর্ত পূরণের জন্য, আবুলের পদত্যাগেঃ অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের শর্ত পূরণের কারণেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ।
তিনি বলেন, সংকেত ছিলো বলেই বিশ্বব্যাংকের শর্ত পূরণ করেছি। এখন পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ঋণ চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। সাবেক যোগাযোগমন্ত্রী ও সেতু বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূইয়া এ দুর্নীতির সঙ্গে জড়িত ও তাদের অপসারণ করে তদন্ত কার্যক্রম চালানোর দাবি ছিলো বিশ্বব্যাংকের পক্ষ থেকে। সৈয়দ আবুল হোসেন সোমাবার পদত্যাগ করেন।

Monday, July 23, 2012

ভোলায় তিন পা বিশিষ্ট বিরল নবজাতকের জন্ম


ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিন পা বিশিষ্ট এক নবজাতক শিশু ভূমিষ্ট হয়েছে। উপজেলার সাচরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চকিদার বাড়ির বাসিন্দা নুর মোহাম্মদের স্ত্রী রাজিয়া বেগমের গর্ভে এ কন্যা সন্তানটি ভুমিষ্ট হয়। বিরল এই শিশুটিকে এক নজর দেখতে বহু দুর-দুরান্ত থেকে ছুটে আসতে থাকে শত শত মানুষ।
শিশুটির বাবা নুর মোহাম্মদ জানান, ১৭ জুলাই মঙ্গলবার সকাল ৬টায় স্বাভাবিক ভাবেই নিজ বাড়িতে শিশুটি জন্ম হয়। শিশুটি ভুমিষ্ট হওয়ার পর থেকেই দেখা যায় তার হাত-পা সবই ঠিক আছে। কিন্তু মুখ মন্ডলের নিচে অতিরিক্ত একটি পা রয়েছে। তবে শিশুটি পুরোপুরি সুস্থ্য আছে। তিনি আরো জানান, শিশুটিকে নিয়ে খুবই চিন্তায় রয়েছেন। টাকার অভাবে শিশুটির জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। এদিকে এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে এক নজর দেখতে বহু দুর-দুরান্ত থেকে ছুটে আসে শত শত মানুষ। এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা সাস্থ্য কমপ্লেক্স’র গাইনি চিকিৎসক ডাঃ রজত কুমার বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গর্ভবতি মায়ের ডেভলোমেন্টাল এনোমেলির কারনেই অনেক সময় এ ধরনের শিশুর জন্ম হয়। তবে সঠিক অস্ত্র পাচারের মাধ্যমে অস্বাভাবিক অঙ্গ নিঃসরন করতে পারলে এসমস্ত শিশু স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে।

Sunday, July 22, 2012

কলকাতার কাগজে উপেক্ষিত হুমায়ূন


বাংলা সাহিত্যের অত্যুজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদের মৃত্যুর খবর কলকাতার বাংলা দৈনিকগুলোতে উপেক্ষিত থেকেছে। সংবাদটি কলকাতার দৈনিকগুলো ছোট্ট করে ছেপে দায় সেরেছে যেন। বিষয়টিকে পশ্চিমবাংলার ‘দাদা বাবু’দের হীনমন্যতা হিসেবেই দেখছেন বাংলাদেশের কবি-সাহিত্যিকরা। গত ২০ জুলাই কলকাতার জনপ্রিয় ও প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকায় ‘এক নজরে’ শীর্ষক কলামের শিরোনাম ছিল ‘প্রয়াত কথাকার হুমায়ূন আহমেদ’। ঢাকার নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে ছাপানো এ রিপোর্টটি মাত্র ৯ লাইনের। ওই একদিনই খবর ছেপেছে তারা। ওই রিপোর্টে তারা লিখেছে- ক্যানসার কেড়ে নিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদকে (৬৪)। বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যু হয় রসায়নের প্রাক্তণ শিক্ষক এবং পরবর্তীকালে শীর্ষস্থানীয় কথাকার হুমায়ূনের। শেষ সময়ে পাশে ছিলেন স্ত্রী মেহের আফরোজ। ‘নন্দিত নরকে’ দিয়ে যাত্রা শুরু। হুমায়ূনের উপন্যাসের সংখ্যা দু’শ’রও বেশি। নাট্যকার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। পরিচালনা করেন কয়েকটি ছবিরও। তবে তিনি স্মরণীয় হয়ে হয়ে থাকবেন ‘বেস্টসেলার উপন্যাসের নিপুণ শিল্পী হিসেবেই। এক্ষেত্রে বাংলাদেশে জুড়ি নেই তার।
কিন্তু ওই পর্যন্তই। এরপরের সংখ্যাতে নন্দিত এ সাহিত্যিককে নিয়ে কলকাতার সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় এ দৈনিকে কোন রিপোর্ট নেই। আনন্দবাজারের চেয়ে কলকাতার দৈনিক আজকাল একটু বড় করে রিপোর্ট ছাপে ২০ জুলাই। তবে প্রকাশিত রিপোর্টে ভুল তথ্য দিয়েছে তারা। রিপোর্টটিতে দু’বাংলায় জনপ্রিয় এ কথা সাহিত্যিকের স্ত্রী-কন্যা ও পুত্রের সংখ্যায় ভুল হয়েছে। বয়স লিখেছে ৬৩ বছর। যদিও কলকাতার আর এক দৈনিক সকাল বেলা ২১ জুলাইয়ের গুয়াহাটি সংস্করণে হুমায়ূন আহমেদকে নিয়ে পূর্ণ পৃষ্ঠার বিশেষ আয়োজন গুরুত্ব দিয়ে প্রকাশ করে। তবে বহুল প্রচারিত দৈনিক প্রয়াগে ২১ ও ২২ জুলাইয়ের সংখ্যায় হুমায়ূন আহমেদকে নিয়ে কোন রিপোর্টই নেই। কলকাতার প্রথম সারির বাংলা কাগজগুলোর এমন ভূমিকায় ক্ষেপেছেন ময়মনসিংহের বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা। ক্ষোভ প্রকাশ করে কবি শামসুল ফয়েজ বাংলানিউজকে বলেন, “এভাবে বাংলা সাহিত্যের কিংবদন্তিসম লেখককে অবজ্ঞা করে দাদা বাবুরা নিজেদেরই ছোট করেছেন। প্রমাণ দিয়েছেন তারা ছোট হৃদয়ের অধিকারী।” ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আনোয়ারা সুলতানা আনু বলেন, “সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদারের চেয়েও হুমায়ুন আহমেদ অনেক জনপ্রিয় লেখক। কলকাতার বইমেলাতে হুমায়ুন আহমেদের বইয়ের জন্য ঢল নামতো পাঠকদের। এ কিংবদন্তির অকালপ্রয়াণের ঘটনা গুরুত্বের সঙ্গে না ছেপে দাদারা নিজেদেরই খাটো করেছেন।” কলকাতার সংবাদমাধ্যম সব সময়ই বাংলাদেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতির খবর প্রকাশে হীনমন্যতার পরিচয় দেয় অভিযোগ করে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক মাটি ও মানুষের সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক আশিক চৌধুরী বলেন, “আমাদের পত্রিকায় আমরা পাশের দেশের দাদাদের খবর গুরুত্বের সঙ্গে ছাপলেও আমাদের বেলায় তারা বরাবরই কৃপণ।” তিনি আরও বলেন, “এপার বাংলা, ওপার বাংলায় সমান জনপ্রিয় ছিলেন হুমায়ূন আহমেদ। কিন্তু বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতের এ নক্ষত্রের বিদায়ের খবরটি দিতেও ভারতীয়রা কৃপণতা করেছে। তাদের এ হীনমন্যতা থেকে বেরিয়ে আসা উচিত। নক্ষত্র পুরুষদের সম্মান জানানোর অভ্যাস করা উচিত।”

Friday, July 20, 2012

নিউইয়র্ক এ হুমায়ূনের প্রথম জানাজা অনুষ্ঠিত


নন্দিত লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন জানান, শুক্রবার জুমার নামাজের পর নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজায় হাজার হাজার প্রবাসী বাঙালি অংশ নেয়। জানাজায় হুমায়ূনের ছোটভাই মুহাম্মদ জাফর ইকবালও ছিলেন। তিনি জানান, সব ঠিক থাকলে হুমায়ূনের মরদেহ রোববার দেশে পৌঁছাতে পারে।

মাহমুদুল্লাহ ও নাসিরের নৈপুণ্যে বাংলাদেশের দ্বিতীয় জয়


দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ১ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ।
সিরিজ জয়ের পাশাপাশি আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে স্থান পেল বাংলাদেশ। আয়ারল্যান্ডের ঠিক ওপরে নয় নম্বরে রয়েছে অতিথি দলটি। বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নাসির হোসেনের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ৬ উইকেটে ১৪৫ রানেই থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

সেপ্টেম্বরই দেশে থ্রিজি


এ বছরের ৫ সেপ্টেম্বরের মধ্যেই থ্রিজি সেবার উদ্বোধন করা হবে। এমন কথাই জানালেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজউদ্দিন আহমেদ রাজু। আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফোরজি সেবার উদ্বোধন করা হবে। ইন্টারনেটের মাধ্যমে দেশকে তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে নিতে সরকার এসব উদ্যোগ নিচ্ছে। টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যতদ্রুত সম্ভব ডিজিটাল বাংলাদেশ গড়তে অচিরেই বাংলাদেশে থ্রিজি এবং ফোরজি সেবা চালুর প্রক্রিয়া চলছে। বাংলাদেশের মানুষের জন্য অনলাইন সেবা জীবনকে আরও সহজ করবে। সারাবিশ্ব আজ অনলাইনেই সব কাজ করছে। আমাদেরকেও তা পারতে হবে। যারা এ অনলাইন জগতে পিছিয়ে থাকবেন তাদের উন্নয়ন বাধাগ্রস্থ হবে।
১৭ জুলাই মঙ্গলবার ঢাকার বারিধারায় জামালপুর টাওয়ারে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে ইলেক্টোফেস্ট ২০১২ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ সাবমেরিন কেবলে সংযুক্ত হতে দেরি হওয়ায় আমরা অনলাইনে পিছিয়ে পড়েছি। আর পিছিয়ে থাকার সুযোগ নেই। বাংলাদেশের যেসব মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান দ্বিতীয় প্রজন্মের (টুজি) বা ২ দশমিক ৫জি প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক পরিচালনা করে, তাদের নেটওয়ার্কে সামান্য উন্নয়ন করেই থ্রিজি সেবা প্রদান করা সম্ভব। এরই মধ্যে থ্রিজির খসড়া নীতিমালা চূড়ান্ত হয়েছে। নীতিমালায় কিভাবে থ্রিজি সার্ভিস চালু করা হবে তার বিস্তারিত উল্লেক আছে। এ মুহূর্তে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল দ্বিতীয় প্রজন্মের (টুজি) সেবা দিচ্ছে। বিশ্বের বহু দেশে টুজির সঙ্গে থ্রিজি মোবাইল চালু হয়েছে। কিছু দেশে তো ফোরজি মোবাইল সেবা দেওয়া
হচ্ছে। বাংলাদেশে থ্রিজি এবং ফোরজি সেবা চালু হলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকায় গ্রাম পর্যায়েও মানুষ ইন্টারনেট সুবিধা পাবেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএসয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও ইউআইটিএস’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারমান সূফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন ইউআইটিএস’র উপ উপাচার্য অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, বাংলালায়ন কমউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নেইল গ্রাহাম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

১০৯টি ভাষায় উইন্ডোজ ৮


মাইক্রোসফটের পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৮’। আসছে আগামী ২৬ অক্টোবর। খোদ মাইক্রোসফট সূত্র এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে উইন্ডোজ ইউনিটের প্রধান স্টিভেন সিনোফস্কি উইন্ডোজ ৮ বিপণন কৌশল নিয়ে সভা করেছেন। মাইক্রোসফটের কমিউনিকেশন ম্যানেজার ব্রানডন লিবল্যান্স ব্লগমাধ্যমে এ তথ্য স্বীকার করেছেন। ব্রানডন জানান, উইন্ডোজ ৮ বিশ্বের ১০৯টি ভাষায় এবং ২৩১টি বাজারে একযোগে অবমুক্ত করা হবে। সৃষ্টি ১৭ বছরের ইতিহাসে এটি মাইক্রোসফটের সবচেয়ে বড় বিপণন কৌশল। মাইক্রোসফট প্রধান স্টিভ বলমার জানান, উইন্ডোজ ৯৫ সংস্করণের পর থেকে একের পর এক নিত্যনতুন উদ্ভাবনা নিয়ে মাইক্রোসফট সব সময়ই এগিয়েছে। তাই উইন্ডোজ ৯৫ হচ্ছে মাইক্রোসফট উন্নয়নের প্রধান ভিত্তি। এ পর্যন্ত উইন্ডোজ ৭ সিস্টেমের ৬৩ কোটি বৈধ (লাইসেন্স) সফটওয়্যার বিক্রি করেছে মাইক্রোসফট। এখনও বিশ্বের
ডেস্কটপ ব্যবসায় আধিপত্যের সঙ্গেই বাজার দখলে রেখেছে মাইক্রোসফট। অবশেষে মাইক্রোসফট আগামী আগষ্টের মধ্যে কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোনের জন্য উইন্ডোজ ৮ বাজারে ছাড়বে বলে ভোক্তাদের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে সবশেষ ২০০৯ সালে উইন্ডোজ ৭ বাজারে আসে। আগে উইন্ডোজ ফোন ৭ নিয়ে মাইক্রোসফট বাজারে এসেছিল। তবে তা বাজারে মোটেও প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। তবে ডেস্কটপ পিসিতে এখনও মাইক্রোসফটের আধিপত্য বহাল আছে। তবে কম্পিউটারে দূর্বল গতির দোষে মাইক্রোসফট এখনও দুষ্ট। আর এ কারণে মোবাইল ফোন এবং ট্যাবলেট পিসিতে মাইক্রোসফট কোনো প্রভাবই ফেলতে পারেনি। গত ফেব্রুয়ারিতে উইন্ডোজ ভক্তদের জন্য ‘প্রিভিউ’ সংস্করণ প্রকাশ করে মাইক্রোসফট। তবে এতে সবগুলো ফিচার বৈশিষ্ট্য দৃশ্যমান করা হয়নি। এরই মধ্যে স্টার্ট বাটনকে বিলুপ্ত করেছে মাইক্রোসফট। আর নতুন সংস্করণের অ্যাপ তালিকায় এসেছে বিং সার্চ ইঞ্জিন, নিউজ, স্পোর্টস, ইমেইল এবং ফটো অ্যাপলিকেশনের সজ্জিত দারুণ এক ত্রিমাত্রিক আবহ। এখানে পুরো পর্দাজুড়েই থাকবে বর্ণিল রঙের উপস্থিতি। উইন্ডোজ ৮ ফিচার আবহকে আরও রঙিন, নব্যদৃষ্টি, অ্যাপ ডিজাইন এবং ব্যবহারগুণে সুসজ্জিত করতে মাইক্রোসফটরে উন্নয়ক দল এখন শেষ মুহূর্তের কাজ করছে। পরীক্ষা আর চূড়ান্ত প্রস্তুতির সার্বিক মানদন্ড নিশ্চিত করেই উইন্ডোজ ৮ নিয়ে আসছে মাইক্রোসফট।

হুমায়ূনের মরদেহ দেশে আসছে রোববার


নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মরদেহ দেশে পৌঁছাবে আগামী রোববার। শুক্রবার জুমার পর নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা হবে।
ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে মারা যান হুমায়ূন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক হুমায়ূন আহমেদের বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম হয়েছিল তার। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটু আগেই তাকে (হুমায়ূন) মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।”

ঈদে মুখোমুখি দুই ভাই


আসন্ন ঈদে বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন দুই ভাই। তারা হলেন চিত্রনায়ক ফেরদৌস ও তার ছোট ভাই তৌফিক। ঈদে মুক্তি পাচ্ছে ফেরদৌস অভিনীত 'হঠাৎ সেদিন' এবং তৌফিক অভিনীত 'কাঁকন দাসী'। একইসঙ্গে দুই ভাই অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির কোনো নজির নেই। তাও আবার ঈদে। 'হঠাৎ সেদিন' পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জি। কাহিনী এবং চিত্রনাট্যও তারই লেখা। এতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন নিপুণ ও কলকাতার অভিনেত্রী রিদিমা সেন। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে 'হঠাৎ সেদিন'। অন্যদিকে তৌফিক অভিনীত চলচ্চিত্রটি হচ্ছে 'কাঁকন দাসী'। ফোক-ফ্যান্টাসি গল্পের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জীবন রহমান। এতে তৌফিকের বিপরীতে আছেন চিত্রনায়িকা জনা। ফেরদৌস বলেন, 'ভালো লাগছে। দেখা যাক দর্শক আমাদের কিভাবে গ্রহণ করে'। তৌফিক বলেন, 'খুবই আনন্দ লাগছে। কারণ বড় ভাইয়ের পাশাপাশি আমার চলচ্চিত্রও মুক্তি পাচ্ছে।'

Thursday, July 19, 2012

জয়ার মা দিতি!


চলচ্চিত্রাভিনেত্রী দিতি এবার জয়া আহসানের মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক সাফি উদ্দিন সাফির নতুন ছবি ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনী’ তে দিতিকে চুড়ান্ত করা হয়েছে। সম্প্রতি এফডিসিতে দিতির অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক সাফি উদ্দিন সাফী। এই পরিচালকের নতুন ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’তে জয়া আহসানের মায়ের চরিত্রে অভিনয় করবেন দিতি। রুম্মান রশীদ খানের চিত্রনাট্য অবলম্বনে এই
আলোচিত ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ১ আগষ্ট। একসময়ের জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতি বর্তমানে চলচ্চিত্রে খুব কমই অভিনয় করে থাকেন। টিভিনাটকেই তাকে অভিনয় করতে বেশি দেখা যায়। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিতে অভিনয় প্রসঙ্গে দিতি বলেন, ছবির গল্প-চিত্রনাট্য শুনে ভালো লেগেছে, মুগ্ধ হয়েছি। ছবির কাহিনী আমাকে ঘিরে আবর্তিত হয়েছে। এ ধরনের চরিত্র আমাদের বয়সী অভিনেত্রীদের জন্য খুব একটা লেখা হয় না। ছবিতে জয়ার মা’য়ের চরিত্রটি তথাকথিত ফিল্মের মা’য়েদের চরিত্রের মত নয়। আমার এবং জয়ার সম্পর্কটা অনেকটা বন্ধুর মতই।’ দিতি জানান, আসছে আগষ্টে তিন মাসের জন্য মেয়ের কাছে কানাডা যাচ্ছেন। তার আগেই এই ছবির কাজ শেষ করবেন তিনি। ‘পূর্ণ দৈর্ঘ প্রেমকাহিনী’ ছবিতে প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করবেন জয়া আহসান-শাকিব খান। এতে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

নন্দিত জীবন পাড়ি দিলেন হুমায়ূন আহমেদ


লেখক হুমায়ূন আহমেদ আর নেই। ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক হুমায়ূন আহমেদের বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম হয়েছিল তার।

নায়িকা মাহিয়া মাহি পেয়েছেন গোল্ডেন এ প্লাস


ঢালিউডের নবীন নায়িকা মাহিয়া মাহি। মুক্তির আগেই আলোচনা তৈরি করা ছবি ‘ভালোবাসার রঙ’ ছবিতে অভিনয় করছেন তিনি। চঞ্চল প্রকৃতির মাহিয়া মাহিকে দেখলে মনেই হয় না যে, ছাত্রী হিসেবে তিনি এতোটা মেধাবী। সদ্য প্রকাশিত এইচএইসিতে মাহি পেয়েছেন গোল্ডেন এ প্লাস। এইচএসসিতে ভালো ফলাফল করা প্রসঙ্গে মাহিয়া মাহি বাংলানিউজকে বললেন, এবার এইচএসসি পরীক্ষা নিয়ে খুব টেনশনে
ছিলাম। কারণ পরীক্ষার আগে শুটিং আর ডাবিং নিয়ে ব্যস্ত সময় কাটাতে হয়েছে। ঠিকমতো প্রস্তুতি নিতে পারিনি। তবু প্রত্যাশা ছিল ভালোই। কিন্তু এতোটা ভালো ফল পাবো তা ভাবিনি। মাহি আরো বললেন, শুটিং শেষ করে যেটুকু সময় পেতাম ওইটুকু সময়েই পড়াশোনা করেছি। তবে সবগুলো পরীক্ষাই ভালো দিয়েছিলাম। আমি আমার প্রত্যাশার চেয়ে ভালো ফল পেয়েছি। চলচ্চিত্র থেকেও আমাকে অনেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন। সবমিলিয়ে অন্যরকম এক অনূভুতির মধ্যে আছি। সবার সহযোগিতায় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পড়াশোনা নিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর চেষ্টা করবো। ‘ভালোবাসার রঙ’ ছবির নায়িকা মাহিয়া মাহি ঢাকা সিটি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষা দিয়েছিলেন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা এবং শাহীন সুমনের পরিচালনায় এ ছবির মাধ্যমেই চলচ্চিত্রে আসেন মাহি। আসন্ন ঈদের পর পরই ছবিটি মুক্তি পাবে। (bartabd.blogspot.com এর পক্ষ থেকে মাহি কে অনেক অনেক শুভেচ্ছা )

Wednesday, July 18, 2012

ঈদুল আজহায় 'পরবাসিনী'


স্বপন আহমেদের নির্মাণাধীন চলচ্চিত্র 'পরবাসিনী' আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এশিয়ান টিভি। গতকাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। মুক্তির আগেই 'পরবাসিনী'র সিক্যুয়েল 'পরবাসিনী ২'
নির্মাণের ঘোষণাও দেওয়া হয় এই সংবাদ সম্মেলনে। গতকালের এ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, কলাকুশলী ও এশিয়ান টিভির কর্মকর্তারা। অনুষ্ঠানে ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে তৈরি একটি প্রমো দেখানো হয়। এশিয়ান টিভি এখন থেকে বছরে তিনটি চলচ্চিত্র নির্মাণ করবে বলেও জানায়। সায়েন্স ফিকশনের এ ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে। ছবিতে অভিনয় করেছেন নীরব, মেহজাবীনসহ একঝাঁক নতুন মুখ। 'পরবাসিনী' মুক্তির আগেই 'পরবাসিনী ২' নির্মাণের ঘোষণা প্রদান সম্পর্কে পরিচালক বলেন, 'ছবিটির এখন পর্যন্ত যা শুটিং করেছি তাতে প্রযোজনা প্রতিষ্ঠান খুবই সন্তুষ্ট। আর সে কারণেই আমরা সিক্যুয়েল করার প্ল্যান করেছি। আমার বিশ্বাস, দর্শকরা পর্দায় নতুন কিছু দেখতে পাবেন।'

অলিম্পিকে দ্যুতি ছড়াবেন যেই অগ্নিকন্যারা


অলিম্পিক ২০১২ শুরু হচ্ছে ২৭ জুলাই। বিশ্বের নানা দেশ থেকে লন্ডনে যেতে শুরু করেছেন খেলোয়াড়রা। প্রতিবারের মতো লন্ডন অলিম্পিকেও দ্যুতি ছড়াবেন একদল আবেদনময়ী নারী অ্যাথলেট। টেনিস কোর্ট, রেস ট্র্যাক, সুইমিং পুল ও বিচ ভলিবলে তাদের ছড়াছড়ি থাকবে। পোলভোল্টে, জেভলিন থ্রোর পয়েন্টেও দেখা যাবে সুন্দরীদের। এবারে এই প্রমিলাদের মধ্যে সেরা দশ আবেদনময়ীর কথা এখানে তুলে ধরা হচ্ছে। এবারের গ্রীস্মে অলিম্কিকের মশাল ছাড়াও মাঠে ‍আগুন ঝড়াবে সেই তন্বী-তরুণীরা। লেরিন ফ্র্যাঙ্কো। মডেল ও মিস প্যারাগুয়ে। দিল ধরকানিয়া জেভলিন থ্রোয়ার। ২০০৮ এর বেইজিং অলিম্পিকে তিনি ছিলেন ইন্টারনেট সেনসেশন। আর ২০১১ সালে স্পোর্টস ইলাস্ট্রেটেড এর সুইমস্যুট সংস্করনের পাতায় যখন স্থান পেলেন তখন থেকেই তার আবেদন বিশ্বজোড়া। ২৯ এ পা দিয়েছেন এই ধুসর সুন্দরী। ২০০১ এর দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশীপে প্রথম জেভলিন হাতে নেন। তবে বেইজিং আসরে পদক গলায় ‍না ঝুললেও এবারের আসরে তিনি টপ ফেভারিট। ফ্রান্সেসকা পিচিনিনি এক সেক্সি ভলিবল খেলোয়াড়ের নাম। গোটা তিনেক গ্রীস্মকালীণ অলিম্পিকে ইতালির প্রতিনিধিত্ব করেছেন এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে গলায় ঝুলিয়েছেন বেশকটি স্বর্ণপদক। মেন’স হেলথ ম্যাগাজিনের কভার পেজের জন্য একবার উদোম হয়ে নজর কেড়েছেন আর প্লেবয় ইতালিরও কভার মডেল হয়েছেন পিচিনিনি। খেলুড়ে মেয়ে বলতে যা বোঝায় পিচিনিনি তাই।
স্টেফানি রাইস আসছেন অস্ট্রেলিয়া থেকে। তার উপস্থিতি পুলের উষ্ণ জলে শীতল পরশ ছুঁয়ে যায়, এমনটাই বলেছে সান। সাঁতারে দক্ষতার সব প্রমাণই তার রাখা হয়ে গেছে। বেইজিং অলিম্পিকে সোনার মেডেল কেবল গলায় পরেছেন তাই নয় ভেঙ্গেছেন গোটা তিনেক বিশ্ব রেকর্ড। ব্রিসবেনের এই জলকন্যার আবেদন সুইমিং পুলে এবারেও আগুন ঝড়াবে। ঘরের মেয়ে জেসিকা এনিস অলিম্পিকে লাফিয়ে বেড়াবেন মাঠ জুড়ে। সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়ন তার ইউরোপ সেরা‘র তকমা নিয়েই খুশি নন। হেপটাথলনে তার গলায় সোনার মেডেল দ্যুতি ছড়াবে সে প্রত্যাশা বৃটেনেরও। তবে ২৬ বছরের জেসিকার দ্যুতিতে অলিম্পিক মাঠ ঝলসাবে সে প্রত্যাশা সকলের। ইলেনা ইসিনবাইভা রুশ পোল ভল্টার। গত দুই অলিম্পিকে স্বর্ণজয়ী ইলেনা তৃতীয়টির প্রত্যাশায় লন্ডন আসছেন। রুশ আর্মির সাবেক এই কর্মকর্তা ৩০ এ পা দিয়েও ইউক্রেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার চাহুনি, মেধা ও শারিরিক গঠন রুশ তারকার খ্যাতি যেমন দিয়েছে তেমনি আবেদন তৈরি করেছে ভক্তদের মাঝেও। পোলভোল্টে এখন তিনি স্বর্ণকন্যা। ভিক্টোরিয়া পেনডেলটন গেলো অলিম্পিকে সেক্সি সাইকেলিস্ট বলেই নাম কুঁড়িয়েছেন। ব্রিটেনের প্রমিলা একক স্প্রিন্ট ইভেন্টে গলায় সোনার মেডেল পরেছেন। টিম কোচ স্কট গার্ডনারের হৃদয়টিও জয় করে নেন তিনি। তবে সাইকেল সঙ্গীদের সঙ্গে এতে তার দ‍ূরত্ব তৈরি হয়। এবারের আসরে বাইকিং বিউটি ভিক্টোরিয়া গ্রেট ব্রিটেনের জন্য একটি বড় আশা। আনা ইভানোভিচ সার্বিয়ান টেনিস সেনসেশন। এবারের উইম্বলডনে চতুর্থ রাউন্ডেই ইতি টানতে হয়েছে তাকে। কিন্তু তাতে কি মাঠে তার দ্যুতি উইম্বলডনে যেমনটা ছড়িয়েছে অলিম্পিকেও তেমনটাই ছড়াবে। ২৪ বছরের এই তরুণীর ব্যাট হাতে আগ্রাসী হয়ে ওঠা কে না উপভোগ করে।
ক্যারোলিন ওযনিয়াকি ড্যানিস টেনিস তারকা। ডব্লিউটিএ‘র সাবেক নম্বর ওয়ান। যাকে বলা হয় অ্যা রিয়েল স্ম্যাশার। স্পোর্টস অলরাউন্ডার এই তারকা খেলোয়াড় হ্যান্ডবল, ফুটবল ও সাঁতারেও পারদর্শী। ২২ বছরের এই সেক্সসিম্বল সম্প্রতি তার অন্তর্বাসের সাইজও জানিয়ে দিয়েছেন কভার পেজের মডেল হয়ে। তার আবেদন অলিম্পিকে শুধু যে খেলায় সীমিত থাকবে তা কিন্তু নয়। মেলানি অ্যাডামস অস্ট্রেলিয় পোল ভল্টার। দমবন্ধ করে চোখ পাকিয়ে যার শুন্যজয় দেখার অপেক্ষায় লন্ডন অলিম্পিকের দর্শকরা। ১১ বছর বয়সে শুরু। তারপর ধীরে ধীরে দর্শকের সামনেই কৈশর পেরিয়ে তন্বী-তরুণী এখন মেলানি অ্যাডামস। অস্ট্রেলিয়া থেকে লন্ডন যাচ্ছেন স্বর্ণজয়ের আশায়। আর সন্দেহে নেই, একদল পুরুষ দর্শক অলিম্পিক টিকিট কিনেছেন মেলানিকে দুনজর দেখার জন্যই।
মিস্টি মে-ট্রেনর ঠাণ্ডা আবহাওয়ায়ও বিচ ভলিবলে স্বাচ্ছন্দ খেলোয়াড়। আর এবারের গ্রীস্ম অলিম্পিকে ভক্তদের জন্য বাড়তি কিছু থাকবে তাতে আর সন্দেহ কী। আমেরিকান সুন্দরী দুই বারের স্বর্ণজয়ী। এবং বিশ্বের সফল খেলোয়াড়দের তালিকাভুক্ত। বিকিনিতে তাকে ভালো লাগেনি একথা শত্রুও বলতে পারবে না।

শাবনূরের লুকোচুরি গল্প


গত দু'বছরে ঢালিউডের এক সময়ের শীর্ষ নায়িকা শাবনূরের অস্ট্রেলিয়ায় যাওয়া-আসা নিয়ে লুকোচুরির গল্প কম হয়নি। প্রথমে শোনা গিয়েছিল, সেখানে তিনি বিয়ে করেছেন। আবার তিনি সেদেশের নাগরিকত্ব পেয়েছেন বলেও শোনা যাচ্ছে। বর্তমানেও তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এবারো ক'টি ছবির শুটিং শেষ না করেই হুট করে অস্ট্রেলিয়া গেলেন তিনি।
চলতি বছর জানুয়ারিতে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ক'টি ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এদিকে মে মাসের শুরুতে একই দিনে শাবনূর অভিনীত দুই ছবি শহীদুল ইসলাম খোকনের 'ভালোবাসার সেন্টমার্টিনে' এবং প্রয়াত পরিচালক এম এম সরকারের 'আত্মগোপন' মুক্তি পেয়েছিল। মুক্তির আগে থেকেই কথা উঠেছিল শাবনূরকে পর্দায় টিকে থাকতে হলে এবার অগি্নপথ পাড়ি দিতে হবে। আর সে পথ যে তিনি পাড়ি দিতে পারবেন না, তাতে এক প্রকার নিশ্চিতই ছিলেন সমালোচকরা। প্রায় এক বছর পর শাবনূর অভিনীত দুটি ছবিই হলে মুখ থুবড়ে পড়েছিল। এরপর মে মাসের শেষের দিকে আবার অস্ট্র্রেলিয়ায় পাড়ি জমান শাবনূর। এরই মধ্যে তিনি পেয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। চলতি বছরের শেষের দিকে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। দেশে ফিরে ফেরদৌসের বিপরীতে 'মন যেখানে হৃদয় সেখানে' ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। চলতি মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া যান ঢালিউডের জনপ্রিয় জুটি ফেরদৌস-মৌসুমী। সিডনি ও ক্যানবেরায় ৪টি অনুষ্ঠানে অংশ নেন তারা। সেখানে অস্ট্রেলিয়া প্রবাসী নায়িকা শাবনূরের সঙ্গে তাদের দেখা হয়। একসঙ্গে তারা দীর্ঘসময়ও অতিবাহিত করেন। সে সময়ই শাবনূর তাদের জানান দেশে ফেরার বিষয়টি। বহুদিন পর সহকর্মীরা একসঙ্গে অনেক মজাও করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফিরে ফেরদৌস বলেন, সিডনির ডার্লিং হারবারে ৬ জুলাই শাবনূরের সঙ্গে আমার আর মৌসুমীর দেখা হয়। সারাদিন আমরা অনেক জায়গা ঘুরে বেড়িয়েছি। শাবনূর নিজে আমাকে আর মৌসুমীকে গাইড করেছে। দুপুরের খাবার, কেনাকাটা সব একসঙ্গে করি আমরা। অনেকদিন পর খুব মজা করেছি। তিনি আরো বলেন, আমার আর শাবনূরের 'মন যেখানে হৃদয় সেখানে' ছবির কিছু অংশের শুটিংয়ের কাজ শেষ করেছিলাম। এর বাকি অংশ শেষ করতে এ বছরের শেষদিকে দেশে ফিরবেন শাবনূর।'

আইরিশদের গুঁড়িয়ে ম্যাচ জিতল বাংলাদেশ


পাঁচটা ছক্কা। ১৭ বলে ৪০ রানে অপরাজিত জিয়াউর রহমান জিয়া। আফসোস একটাই, বেলফাস্টের সিভিল সার্ভিস ক্লাব মাঠের বাইরে থাকা কেউই বাংলাদেশি হার্ডহিটার জিয়াউর জিয়ার এ স্মরণীয় অভিষেক ম্যাচটি দেখতে পেলেন না। কেননা, শেষ মুহূর্তে তোড়জোর আর বিসিবির অনুরোধে এ সিরিজটি আয়োজন করতে গিয়ে আয়ারল্যান্ড বোর্ড মাঠে টেলিভিশন ক্যামেরা বসাতে পারেনি। তাই জিয়ার ৪০, সাকিবের ৩৩ বলে ৫৭ রান কিংবা বাংলাদেশের ৫ উইকেটে ১৯০ রানের ইনিংস দেখার সাক্ষী থাকতে পারলেন না বাংলাদেশের কোনো দর্শক। আয়ারল্যান্ডও মারমুখি সূচনা করেছিল শুরুতে। কিন্তু স্পিনাররা ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ইলিয়াস সানির (৫/১৩) মায়াবি জালে পা ফেলে একে একে উইকেট হারাতে থাকেন স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৯ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। মুশফিকরা ম্যাচ জিতে নেন ৭১ রানে। ৩ ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় স্বাগতিকরা। আশরাফুল আর তামিমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩৫ রানে আশরাফুল ফিরে গেলে সাকিব এসে ঝড়ো গতিতে রানের চাকা সচল রাখেন। তামিম ফিরে যান ৩১ বলে ৩১ রান করে। ২৯ বলে হাফ সেঞ্চুরি করে সাকিবও ৫৭ রানে আউট হয়ে যান ডাউন দ্য উইকেটে খেলতে এসে। এরপর মাঠে এসেই ঝড় তোলেন জিয়া। শুক্রবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

জোনাকির আলোয় মীম


আমাদের শোবিজের গ্ল্যামারাস অভিনেত্রী বিদ্য সিনহা মীম। লাক্স চ্যানেল আই সুপারস্টার খেতাব বিজয়ী এ অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয়েছিল হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে। এরপর তাকে দেখা যায় মূলধারার বানিজ্যিক ছবি ‘আমার প্রাণের প্রিয়া’-তে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। কিন্তু ছবিটি বানিজ্যিকভাবে সফল না হওয়ায় দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন মীম। দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি ‘জোনাকির আলো’ ছবির মাধ্যমে আবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালেন। চলচ্চিত্রের প্রতি সবসময়ই লাক্স সুন্দরী মীমের ছিল আগ্রহ। চলচ্চিত্রের জন্যই নিজেকে তিনি প্রস্তুত করছেন। পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন টিভিনাটকে। মডেলিংয়েও মিম সমান ব্যস্ত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু সম্প্রতি শুরু করেছেন তার নতুন ছবি ‘জোনাকির আলো’-এর কাজ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ ছবির মাধ্যমে আবার চলচ্চিত্রে ফিরলেন মীম। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন ইমন ও কল্যাণ। সম্প্রতি টাঙ্গাইলে ‘জোনাকির আলো’ ছবির একটি গানের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন বিদ্যাসিনহা মিম। ছবিটিতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘জোনাকির আলো’ ছবির গল্প খুবই সুন্দর। স্ক্রিপ্ট পড়েই খুব পছন্দ হয়ে যায়। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছি আমি। পরিচালক খালিদ মাহমুদ মিঠু খুব যতœ করে ছবিটি তৈরি করছেন। টাঙ্গাইলে চিত্রায়িত গানে শুটিং সম্পর্কে তিনি বললেন, আকর্ষণীয় লোকেশনে গানটির শুটিং হয়েছে। আমার সংগে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন ইমন। অনেক দিন পর চলচ্চিত্রে কাজ করতে পারায় খুব ভালো লেগেছে আমার। আশা করছি ‘জোনাকির আলো’ ছবিটি দর্শকদের কাছেও ভালো লাগবে। মীম জানালেন, এ ছবিটি ছাড়াও সমপ্রতি এফ আই মানিকের পরিচালনায় ‘এত কষ্ট কেন ভালবাসা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন আরেফিন শুভ। ‘এতো কষ্ট কেন ভালোবাসায়’ ছবি প্রসঙ্গে মীম বললেন, এ ছবির গল্পটিও অনেক সুন্দর। আসলে আমার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘আমার আছে জল’। ছবিটি নির্মাণ করেছেন হুমায়ূন আহমেদ। এ ছবিতে আমার যেমনি উপস্থাপন ছিল, সেই উপস্থাপনকে আমি কিছুতেই নষ্ট করতে চাই না যেনতেন ছবিতে অভিনয় করে। মীম আরো বললেন, ‘জোনাকীর আলো’ আর ‘এতো কষ্ট কেন ভালোবাসায়’ ছবি দুটো স্ক্রিপ্ট চমৎকার। দুটো ছবিতেই প্রধান চরিত্রে আমি অভিনয়ে করছি। ভবিষ্যতেও ভালো গল্পের মান সম্পন্ন ছবিতেই কেবল আমাকে অভিনয় করতে দেখা যাবে।

কীভাবে দ্রুত পেটের মেদ কমাবেন


ডাঃ ওসমান গনি পেটের মেদ সাধারনত শরীরের অন্য কোন অংশের মেদের চেয়ে একটু আলাদা। শরীরের অন্য অংশের মেদ সাধারণত চামড়ার নিচে জমে থাকে। তবে পেটের মেদ লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে লেগে জমে থাকে, যা অনেক সময় প্রানঘাতি হয়ে দেখা দিতে পারে। পেটের মেদ এর সাথে হার্টের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস ও অন্যান্য সমস্যার জোরালো সম্পর্ক খুঁজে পাওয়া যায়। আমরা অনেকেই পেটের মেদ কমানোর জন্য বেলি স্ট্রোক অর্থাৎ পেটের মাংশ পেশীর ব্যায়াম করে থাকি। এর ফলে পেটের মাংশ পেশীর টোন বা আকৃতি সুন্দর হলেও পেটের মেদ কমাতে তা খুব একটা কাজে দেয় না। পেটের মেদ কমাতে হলে প্রয়োজন পুরো শারীরিক ব্যায়াম। মনে রাখবেন, ৪০ থেকে ৪৫ মিনিট হালকা জগিং বা জোরে হাটার পর রক্তে চলমান ফ্যাট শেষ হয়ে দেহে সঞ্চিত ফ্যাট ভাঙতে থাকে। তাই এই ৪০ বা ৪৫ মিনিটের পর আপনি যদি ১০ বা ১৫ মিনিট ও জগিং বা জোরে হাঁটতে পারেন, তাহলেই প্রতিদিন একটু একটু করে আপনার জমান চর্বি কমতে থাকবে। মনে রাখা প্রয়োজন, প্রথম দিন ই ৪০-৪৫ মিনিট জগিং শুরু করবেন না। এর ফলে আপনার শরীরে ব্যথা হতে পারে, ফলে আপনি পরবর্তীতে ব্যায়াম করার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। তাই প্রথম দিন ১০ মিনিট, পরের দিন ২০ মিনিট এভাবে সময় বাড়ান এবং ১ ঘণ্টাতে স্থির থাকুন। মনে রাখবেন, অতি দ্রুত ওজন কমানো গেলেও এতে হিতে বিপরিত হতে পারে। ওজন কমানোর মুল মন্ত্র হল মটিভেসন ও একাগ্রতা। এখন বলে রাখি, শুধু ব্যায়াম করলেই অনেক সময় মেদ কমে না, এর জন্য আপনাকে খাবার গ্রহণে সতর্ক হতে হবে। খাবারে প্রচুর পরিমানে আঁশ জাতীয় খাদ্য যেমন শাক সবজি রাখুন। চর্বি জাতিয় খাবার কম খান। ফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে হবে। এতোক্ষণ জানলেন জমানো চর্বি কমানোর কথা। এবার জেনে নিন, যাদের পেটে তেমন মেদ নেই তবে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তারা কী করবেন? সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতি রাতে ঘুমাতে যাবার আগে যদি একজন ব্যক্তি মাত্র ১০ মিনিট আস্তে আস্তে হাঁটেন, তবে তার দেহে যে হরমন ও আঞ্জায়েম নিস্রিত হয়, তাতে সারা দিনে খাবারের সাথে গ্রহণ করা সমস্ত অতিরিক্ত চর্বি রক্ত থেকে পরিস্রুত হয়ে যায় এবং দেহে জমতে পারে না। কেবল এই ১০ মিনিট হাঁটার কারণে যে পরিমাণ চর্বি জমতে বাধা পায়, তা যদি আমরা ব্যায়াম এর মাধ্যমে কমাতে চাইতাম, তার জন্য আমাদের ৩ থেকে ৪ ঘণ্টা এক নাগারে জোরে দৌঁড়াতে হত। তাই নিয়ম মেনে পরিমিত ব্যায়াম করে গেলে ও খাদ্যাভ্যাস পরিবর্তন করলে পেটের মেদই শুধু নয়, সারা দেহের মেদ এই কমিয়ে কাঙ্ক্ষিত ফিগার পেতে পারি।

মৌসুমীর সৌভাগ্য অনিশ্চিত


একটা সময় ঈদ মানেই ছিল মৌসুমী অভিনীত ছবির দাপট। সেদিন গত হয়েছে অনেক আগেই। মৌসুমীকে এখন পর্দায় দেখা যায় কালে-ভদ্রে। ক্যারিয়ারে মন্দা হাওয়া, বয়স উপযোগী চরিত্র না পাওয়া, দর্শক প্রত্যাশার ভার, নানা কারণেই মৌসুমীর হাতে ছবি কম। অনেকদিন ধরে পর্দায় তিনি নেই। আশা করা হয়েছিল আসছে ঈদে মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ ছবিটি রিলিজ হবে। তবে শেষ পর্যন্ত ছবিটি রিলিজ নাও হতে পারে বলে আভাস দিয়েছে ছবির প্রয়োজনা প্রতিষ্ঠান। এফআই মানিক পরিচালিত ছবিটির কাজ খুব দ্রুতগতিতে হলেও এখনও পুরো কাজ শেষ হয়নি। আর তাই ঈদে অনিশ্চিত হয়ে পড়েছে মৌসুমীর ‘সৌভাগ্য’র রিলিজ। এই ছবিতে প্রথমবারের মতো ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। ক্যারিয়ারের ক্ষেত্রে এ ধরনের আপস মৌসুমী করলেন এই প্রথম। মৌসুমীর সঙ্গে ডিপজলকে জুটি করার চেষ্টা নির্মাতাদের অনেকদিনের। ডিপজল শিবিরের নির্মাতারা চাইছিলেন মৌসুমীর সঙ্গে তাদের নায়কের জুটি তৈরি করতে। মৌসুমীর দ্বিধা-দ্বন্দ্বই দেরি করছিল নতুন জুটি তৈরিতে। ‘সৌভাগ্য’ ছবি নিয়েও কম নাটক হয়নি। একাধিকবার মৌসুমী পিছু হটেছেন। পিছিয়েছে ছবির শুটিং। শেষ পর্যন্ত সব দ্বিধা ঝেড়ে ফেলে সাভারের ডিপু ভিলায় এক ফ্রেমে দাঁড়িয়ে যান এই দশকের সবচেয়ে চমকপূর্ণ জুটি ডিপজল-মৌসুমী। কক্সবাজারে একটানা ছবিটির শুটিং হয়। ছবিতে একজন দরিদ্র গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে ডিপজল জেলের ভূমিকায় অভিনয় করেছেন। ছবির আরেক জুটি হিসেবে রয়েছেন মারুফ-তমা। ডিপজলের বাধা নায়িকা রেসি বিয়ের পিঁড়িতে বসার পর ডিপজলের জন্য মৌসুমীর সঙ্গে জুটি টিকিয়ে রাখাটা অনিবার্য হয়ে পড়েছে। দেখার বিষয়, দর্শক এই জুটিকে কতটা গ্রহণ করে। আর মৌসুমী ডিপজলের সঙ্গে ছবি করা অব্যাহত রাখেন কি-না।